Header Ads


      সলাত প্রথম খন্ড


بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
(শুরু করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।


*** আল্লা-হুম্মা বা-‘ইদ বাইনী ওয়া বাইনা খাত্বা-ইয়া-ইয়া কামা বা-‘আদতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিব। আল্লা-হুম্মা নাক্বক্বিনী মিন খাত্বা-ইয়া-ইয়া কামা ইয়ুনাক্কাস্ ছাওবুল আবইয়াদু মিনাদ দানাসি। আল্লা-হুম্মাগসিলনী মিন খাত্বা-ইয়া-ইয়া বিস্‌সালজি ওয়াল মা-’ই ওয়াল বারাদ।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমার এবং আমার গুনাহসমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করুন যেরূপ দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ! আপনি আমাকে আমার গুনাহসমূহ এমন পরিষ্কার করে দিন, যেমন সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়। হে আল্লাহ! আপনি আমাকে আমার পাপসমূহ বরফ, পানি ও মেঘের শিলাখণ্ড দ্বারা ধৌত করে দিন।

(বুখারী ১/১৮১, নং ৭৪৪, মুসলিম ১/৪১৯, নং ৫৯৮।)


*** সুবহা-নাকাল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাসমুকা ওয়া তা‘আ-লা জাদ্দুকা ওয়া লা- ইলা-হা গাইরুকা। 

অর্থঃ হে আল্লাহ! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আপনার নাম খুবই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ। আর আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ্‌ নেই।

(মুসলিম নং ৩৯৯, আবু দাউদ নং ৭৭৫, তিরমিযী নং ২৪৩।)

 

*** আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রাহিম। মালিকি ইয়াও মিদ্দিন। ইয়্যাকান’বুদু ওয়া ইয়্যা কানাসতাইন। ইহদিনাস সিরাতাল মুসতাকিম। সিরাতাল্লাযিনা আন আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্দল্লিন। (আমিন)

অর্থঃ যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য (যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা)। যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। যিনি শেষ বিচার দিনের একমাত্র অধিপতি (মালিক)। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি। তমি আমাদের সরল/সঠিক পথ দেখাও। সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত/অনুগ্রহ দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল করেছ এবং (তাদের পথ’ও নয়) যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছ। (এ যাবৎ সকল চাওয়া-পাওয়া কবুল কর)


*** (অতপর অন্য যে কোন একটি সূরা) ***


*** সুবহানার রব্বিয়াল ‘আযীম’

অর্থঃ আমি আমার মহান রব্বের (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।

(আবূ দাউদ নং- ৮৭০, তিরমিযী নং- ২৬২, নাসাঈ নং- ১০০৭।)


*** সামি আল্লাহু-লিমান হামিদাহ।

অর্থঃ যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন (কবুল করুন)।

(বুখারী, (ফাতহুল বারীসহ) ২/২৮২, নং ৭৯৬।)

 

*** রব্বানা ওয়া লাকাল হামদু, হামদান কাছীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহি।

অর্থঃ হে আমাদের রব্ব (আল্লাহ)! আপনার জন্যই সমস্ত প্রশংসা, অঢেল, পবিত্র ও বরকত-রয়েছে এমন প্রশংসা।

(বুখারী, (ফাতহুল বারীসহ) ২/২৮৪, নং ৭৯৬।)


*** সুবহা-না রব্বিয়াল আ‘লা।

অর্থঃ আমার রব্বের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, যিনি সবার উপরে।

(আবূ দাউদ হাদীস নং ৮৭০, তিরমিযী হাদীস নং ২৬২।)

 

*** আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া‘আফিনি, ওয়ারযুক্বনী, ওয়ারফা‘নী।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন।

(আবূ দাউদ ১/২৩১, নং ৮৫০; তিরমিযী নং ২৮৪, ২৮৫।)

No comments

Powered by Blogger.